
শুক্রবার ০২ মে ২০২৫
মিল্টন সেন, হুগলি: ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত দুই মহিলা তৃনমূল কংগ্রেস কর্মী। কাস্তে, চ্যালা, কাঠ, বাঁশ ইত্যাদি নিয়ে আক্রমণ। প্রাণে মেরে ফেলার চেষ্টা। গুরুতর আহত দুই যুবতীকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় জিরাট হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় আহত দুজনকে স্থানান্তরিত করা হয় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ভোটের দিন বলাগড় থানার অন্তর্গত চরকৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চররাম গ্রামে। আহত দুজন অপর্ণা মণ্ডল (৩৫) এবং সঞ্চিতা মণ্ডল (৩৭), বাড়ি চররাম গ্রামে। তৃণমূল কংগ্রেস নেতা শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জির অভিযোগ, চরকৃষ্ণবাটির ১৭ নং বুথে ভোটের সময় দুপুরে তৃণমূলের মহিলা কর্মীদের গালিগালাজ করে বিজেপির কর্মীরা। বিকেলে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন এই দুজন। রাস্তায় দুজনকে আক্রমণ করে স্থানীয় বিজেপি নেতা গোবিন্দ মণ্ডল, মন্টু মজুমদার, দয়াল মল্লিকরা। সঞ্চিতার সঙ্গে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া নিয়ে শুরু হয় বচসা। যার পরেই হাতে থাকা কাস্তে নিয়ে সঞ্চিতার উপর চড়াও হয়। এলোপাথাড়ি কোপ মারার চেষ্টা করে। বাধা দিতে গিয়ে অপর্ণার হাতে কোপ লাগে। ওদিকে সঞ্চিতাকে বাঁশ চ্যালা কাঠ দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয়। মাথায় এবং কোমরে গুরুতর আঘাত পেয়ে অচৈতন্য হয়ে পড়েন ওই যুবতী। ওদিকে কাস্তের কোপে ডান হাতের কব্জির উপরের অংশের অনেকটাই কেটে যায়। তৃণমূলের বলাগর ব্লক সভাপতি নবীন গাঙ্গুলী জানান, সারাদিন দলের কাজ করার পর ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন দুই কর্মী। বেলতলার কাছে তাঁদের মারধর করে বিজেপির কয়েকজন। কাস্তে, চ্যালা কাঠ দিয়ে মারা হয়। বাঁচাতে গিয়ে একজনের হাত কেটে যায়। জিরাট আহমেদপুর হাসপাতলে তাদের চিকিৎসা করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকালে দু'জনকেই কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগ অস্বিকার করেছেন জেলা বিজেপি নেতা সুরেশ সাউ। তিনি খোঁজ নিয়ে দেখেছেন ওই অঞ্চলে কোনও গোলমাল হয়নি। শান্তিপূর্ণ ভোট হয়েছে। ওই অঞ্চলে সর্বত্রই বিজেপি জিতবে। তাই চক্রান্ত করে বিজেপি কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বলাগড়ে তৃণমূলের একাধিক গোষ্ঠী। এটা সেই গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তিনি। ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।
ছবি পার্থ রাহা।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী